নওগাঁয় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নওগাঁর হাঁপানিয়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে অন্তত এক বাংলাদেশি নিহত হয়েছেন।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2020, 09:23 AM
Updated : 23 Jan 2020, 09:28 AM

তবে স্থানীয় জনপ্রতিনিধি তিনজন নিহত হওয়ার কথা জানিয়েছেন। বিজিবি তিনজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেলেও একজন নিহত হওয়ার কথা নিশ্চিত হতে পেরেছে।

জেলার পোরশা উপজেলার নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, কয়েকজন বাংলাদেশি বুধবার রাতে উপজেলার দুয়ারপাল সীমান্ত এলাকার ২৩১/১০(এস) মেইন পিলারের নীলমারী বিল এলাকা দিয়ে ভারতে গরু আনতে যান।

“বৃহস্পতিবার ভোরে তারা গরু নিয়ে বাংলাদেশে ফেরার পথে ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি করেন। গুলিতে নিহত মফিজুল ইসলাম (৩৫) নামের একজনের লাশ বাংলাদেশ সীমায় পড়ে ছিল। ঘটনার পর থেকে রণজিৎ কুমার (২৫) ও কামাল হোসেন (৩২) নামে দুইজনকে পাওয়া যাচ্ছে না।”

তাদের লাশ বিএসএফ নিয়ে গেছে বলে তাদের সঙ্গীরা জানিয়েছেন।

নিহত মফিজুল পোরশা উপজেলার দিঘিপাড়া গ্রামের খোদাবক্সের ছেলে। নিখোঁজ রণজিৎ একই উপজেলার বিষ্ণপুর বিজলীপাড়ার শুকরার ছেলে আর কামাল একই উপজেলার কাঁটাপুকুরের জিল্লুর রহমানের ছেলে।

বিজিবি ১৬ ব্যাটালিয়নের হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোখলেছুর রহমান বলেন, তারা মফিজুল নিহত হওয়ার খবর নিশ্চিত হতে পেরেছেন।

“বিএসএফ কর্তৃক তিনজন গুলিবিদ্ধ হওয়ার কথা শুনেছি। তাদের মধ্যে বাংলাদেশের মফিজুল ইসলাম মারা গেছেন। অন্য দুইজন ভারতে মারা গেছেন কিনা খোঁজখবর নেওয়া হচ্ছে।”

এ বিষয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন বিজিবি ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক।