পটুয়াখালীতে নববধূ ‘খুন’, স্বামী-সতিন পলাতক

পটুয়াখালীতে নববধূকে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ মাটিতে পুঁতে রাখার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তার স্বামী ও সতিন পলাতক রয়েছেন।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2020, 08:58 AM
Updated : 22 Jan 2020, 08:58 AM

কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, বুধবার বেলা ১১টার দিকে খবর পেয়ে গামরবুনিয়া বিলে মাটি খুঁড়ে তারা তার লাশ উদ্ধার করে মর্গে পাঠান।

নিহত চম্পা বেগম (৩২) পূর্ব চাকামইয়া গ্রামের কৃষক বাবুল হাওলাদারের স্ত্রী। ২১ দিন আগে তাদের বিয়ে হয় বলে পুলিশ জানিয়েছে।

ওসি মনিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পয়লা জানুয়ারি বরগুনা জেলার তালতলী উপজেলার কলারাম গ্রামের চান মিয়ার মেয়ে চম্পাকে বিয়ে করেন বাবুল হাওলাদার। বাবুলের আরও এক স্ত্রী রয়েছেন। বিয়ের পর একই বাড়িতে ভিন্ন ঘরে থাকতেন বাবুলের দুই স্ত্রী।

“দাম্পত্য কলহের জেরে মঙ্গলবার রাতের কোনো একসময় চম্পাকে হত্যা করা হয়ে থাকবে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। ঘটনার পর থেকে বাবুল ও তার প্রথম স্ত্রী পলাতক রয়েছেন।”