জয়পুরহাটে ‘অরক্ষিত’ রেলক্রসিংয়ে প্রাণ গেল কলা বিক্রেতার

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ভটভটি দুমড়ে-মুচড়ে এক কলা বিক্রেতা নিহত হয়েছেন।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2020, 10:26 AM
Updated : 21 Jan 2020, 10:26 AM

ক্রসিংটি অরক্ষিত থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান কবির জানিয়েছেন।

তিনি বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে মাতাপুর রেলক্রসিং পার হচ্ছিল একটি কলাবাহী ভটভটি। ভটভটিতে দুই কলা বিক্রেতা ছিলেন। এ সময় ট্রেন এসে ভটভটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে এক কলা বিক্রেতা ঘটনাস্থলেই নিহত হন।

“এই রেলক্রসিংয়ে গেটম্যান নেই। ট্রেন আসলে টের পাওয়া যায় না। এ কারণে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে “

নিহত মোকলেছার রহমান (৩৬) বগুড়ার আদমদীঘি উপজেলার মাতাপুর গ্রামের বাসিন্দা।

মোকলেছারের সঙ্গী অপর কলা বিক্রেতা আইজুল হোসেন বলেন, রেললাইনের কাছে দোকানপাট রয়েছে। এ কারণে ট্রেন আসছে কিনা বোঝা যায় না।

“আমদের ভটভটি রেললাইনে ওঠার আগে ট্রেন দেখতে পাইনি। পরে ট্রেন দেখে আমি গাড়ি থেকে লাফিয়ে পড়লেও মোকলেছার নামতে পারেনি। সে গাড়ির সঙ্গে মুহূর্তের মধ্যে দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই নিহত হয়।”

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার পরিদর্শক মনজের আলী জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।

রেলক্রসিংয়ে গেটম্যান নেই স্বীকার করে আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার খাতিজা আক্তার বলেন, “আশা করছি কর্তৃপক্ষ খুব দ্রুত সেখানে গেটম্যান নিয়োগ দেবে।”