কুমিল্লায় অস্ত্রসহ ১১ আন্তঃজেলা ডাকাত গ্রেপ্তার

কুমিল্লায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১১ সদস্যকে  গ্রেপ্তার করা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2020, 03:26 PM
Updated : 20 Jan 2020, 03:26 PM

সোমবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্য্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম এ কথা জানিয়েছেন।

তিনি জানান, রোববার  সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি বাজার এলাকায় মো. শাহিন আলম নামের এক ব্যক্তি চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে মহাসড়কে বাসের জন্য অপেক্ষা করছিল। এ সময় মোটরসাইকেলে ডাকাত চক্রের তিন সদস্য ওই ব্যক্তির উপর হামলা চালায় এবং গলায় ধারালো অস্ত্র ধরে মোবাইল ফোন, নগদ টাকা ও ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।

“এ সময় ওই ব্যক্তির চিৎকারে স্থানীয়রা এবং পরে হাইওয়ে পুলিশ তাদের ধাওয়া করে তিন ডাকাতকে আটক করে।”

“খবর পেয়ে তাদের উদ্ধারে মাইক্রোবাসে করে আরও আট ডাকাত পুলিশের ওপর আক্রমণ চালানোর চেষ্টা করলে পুলিশের একাধিক দল এক নারীসহ ওই আট ডাকাতকে গ্রেপ্তার করে।”

এ সময় ডাকাতদের ব্যবহৃত একটি মাইক্রোবাস, একটি মোটরসাইকেল ও বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র ও টাকাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

এ বিষয়ে দ্রুত বিচার আইনসহ একাধিক মামলার প্রস্তুতি চলছে।