কক্সবাজারে ১০১ ইয়াবা কারবারির বিরুদ্ধে অভিযোগত্র দাখিল

কক্সবাজারে আত্মসমর্পণকারী ১০১ জন ইয়াবা চোরাকারবারির বিরুদ্ধে দুইটি মামলায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। 

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2020, 10:19 AM
Updated : 20 Jan 2020, 10:19 AM

সোমবার দুপুরে কক্সবাজারের বিচারিক হাকিম তামান্না ফারাহর আদালতে এ মামলার তদন্তকারি কর্মকর্তা টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা অভিযোগপত্র দাখিল করেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম জানান, গত বছর ১৬ ফ্রেব্রুয়ারি টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে ১০২ জন তালিকাভুক্ত ও চিহ্নিত ইয়াবা চোরাকারবারি আত্মসমর্পণ করে। এদিন তারা বেশকিছু অস্ত্র, গুলি ও ইয়াবা জমা দেয়।

“পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা দায়ের করে। কারাগারে থাকা আত্মসমর্পণকারী ১০২ জনের মধ্যে মোহাম্মদ রাসেল নামে এক একজনের মৃত্যু হওয়ায় তাকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়।”

আদালত অভিযোগপত্র দুটি আমলে নিয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।