ঝালকাঠিতে ‘বৌভাতের খাবার খেয়ে’ অর্ধশত অসুস্থ

ঝালকাঠিতে বৌভাতের খাবার খাওয়ার পর শিশুসহ অন্তত অর্ধশত অসুস্থ হয়েছে।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2020, 03:56 PM
Updated : 19 Jan 2020, 03:56 PM

রোববার সন্ধ্যায় নলছিটি উপজেলার প্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে।

একে একে অসুস্থ হয়ে পড়তে থাকলে তাদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

খাদ্যে বিষক্রিয়া থেকে এরা অসুস্থ হয়েছে বলে চিকিৎক ধারণা করছেন।

বরের বড় বোন শারমিন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা প্রতাপ গ্রামের প্রয়াত আজাহার আলী হাওলাদারের সন্তান। তার ভাই নজরুল ইসলামের সঙ্গে পার্শ্ববর্তী গ্রাম ভৈরবপাশার মোফাজ্জেল হোসেনের মেয়ে সাবিনা আক্তারের বিয়ে হয়।

রোববার প্রতাপ গ্রামে ছেলের বাড়িতে বৌভাত অনুষ্ঠান আয়োজন করা হয়; ওই অনুষ্ঠানে তিনশ লোক নিমন্ত্রিত ছিল বলে তিনি জানান।

“দুপুরের খাবার খাওয়ার দুই ঘণ্টা পর থেকেই একে একে বমি ও পেট ব্যথায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে থাকে।”

স্থানীয়রা জানান, এখন পর্যন্ত সদর হাসপাতালে ২৫ জন ভর্তি হয়েছে এবং আরও ৩০/৪০ জন বরিশালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সিয়াম আহসান  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খাদ্যের বিষক্রিয়া থেকে এরা সবাই অসুস্থ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে শিশু এবং বৃদ্ধরা বেশি অসুস্থ হয়েছে। তাদের অবস্থা পর্যাবেক্ষণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”