কলেজছাত্রকে হাতুড়িপেটার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

কথা কাটাকাটির জেরে শরীয়তপুরে এক কলেজছাত্রকে হাতুড়িপেটায় হাত ভাঙার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2020, 03:08 PM
Updated : 19 Jan 2020, 03:08 PM

রোববার শরীয়তপুর সরকারি কলেজে এ ঘটনা ঘটে বলে পালং মডেল থানার ওসি মো. আসলাম উদ্দিন জানান।

আহত ছাত্র দাউদ ইব্রাহিম শরীযতপুর সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র। তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত দাউদ ইব্রাহিম বলেন, দুপুরে তার সঙ্গে দ্বিতীয় বর্ষের ছাত্র দ্বাদশ শ্রেণি ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ওরফে শুভ ঢালির সঙ্গে জুনিয়র সিনিয়র নিয়ে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি ছাত্রলীগের অন্যান্য নেতারা মিটমাট করে দেন।

দাউদের বাবা মো. শহীদুল ইসলাম সিকদার অভিযোগ করেন, “ওই ঘটনার জের ধরে বিকালে শহরের দুবাই প্লাজা মার্কেটের সামনে মেহেদী হাসানসহ তার সহপাঠী ৪/৫ জন মিলে আমার ছেলেকে একা পেয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাম হাত ভেঙে দিয়েছে।”

পরে স্থানীয় লোকজন দাউদকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে।

শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক মফিজুর রহমান স্বপন বলেন, “দাউদ ইব্রাহিমের বাম হাতের কনুই ভেঙে গেছে। হাতুড়ি দিয়ে পেটানোর কারণে আঘাত মারাত্মক হয়েছে। ২/১ দিনের মধ্যে তাকে অস্ত্রোপচার করতে হবে।”

মেহেদী হাসানের মোবাইলে বার বার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

দাউদের বাবা শহিদুল ইসলাম আরও বলেন, “আমার ছেলে কোনো রাজনীতি বা মারামারির সঙ্গে জড়িত নয়। তারপরও আমার ছেলেকে  নির্মমভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে। আমি এর বিচার চাই।”

শরীয়তপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোহসীন বলেন, “ঘটনাটি এইমাত্র জানতে পারলাম। বিষয়টি জেনে শুনে ব্যবস্থা গ্রহণ করব।”

পালং মডেল থানার ওসি মো. আসলাম উদ্দিন বলেন, কলেজে সিনিয়র জুনিয়র নিয়ে কথাকাটির জের ধরে বিকালে দুবাই প্লাজার সামনে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দিয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।