কেরাণীগঞ্জে তেলমিলে অগ্নিকাণ্ড

ঢাকার কেরাণীগঞ্জ উপজেলায় একটি সরিষার তেলের মিল পুড়ে গেছে।

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2020, 04:42 PM
Updated : 18 Jan 2020, 04:42 PM

কেরাণীগঞ্জ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন মাস্টার মো. সাইফুল ইসলাম জানান, উপজেলার আটিবাজার এলাকার একটি লেপ তোষকের দোকানের তুলার গুদাম থেকে শনিবার দুপুরে আগুনের সূত্রপাত হয়।

সাইফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে তা পাশের সরিষার মিল ও একটি দোকানে ছড়িয়ে পড়ে।

“সংবাদ পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।”

তিনি বলেন, আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুড়ে যাওয়া তেলমিলের মালিক নজরুল বলেন, আগুনে তার ৩০০ মন সরিষা, পাঁচটি মূল্যবান মেশিন সম্পূর্ণ পুড়ে গেছে। এতে তার অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুনের সূত্রপাত হওয়া তুলার গুদামের মালিককে পাওয়া যায়নি। 

কেরাণীগঞ্জ মডেল থানার কলাতিয়া পুলিশ ফাঁড়ির এস আই রেজাউল আমিন বলেন, তুলার গুদামের অনুমোদন ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

কেরাণীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল বলেন, “আমরা পুরো কেরাণীগঞ্জের বাজার গুলোকে মনিটরিংয়ের আওতায় আনতে কাজ করছি। পুরান ঢাকার ছোট ছোট কারখানাগুলো কেরানীগঞ্জে এসে বাড়ি ভাড়া করে লুকিয়ে কাজ করছে। বাড়ির মালিকরা সহযোগিতা না করায় এগুলো নিয়ন্রণে সময় লাগছে।”