বাংলাদেশ জলসীমায় ২৬ ভারতীয় জেলে আটক

বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে এসে মাছ শিকারের অভিযোগে দুটি ট্রলারসহ ২৬ জন ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2020, 04:26 PM
Updated : 18 Jan 2020, 04:26 PM

শুক্রবার রাতে তাদের আটক করা হয়; শনিবার সন্ধ্যায় তাদের বাগেরহাটের মোংলা থানায় হস্তান্তর করা হয় বলে ওসি ইকবাল বাহার চৌধুরী জানিয়েছেন।

তাদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য আইনে মোংলা থানায় একটি মামলা করা হয়েছে।

আটক জেলেদের বিস্তারিত নাম পরিচয় পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।

মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, শুক্রবার রাত ১০টার দিকে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় নৌবাহিনী ভারতীয় এফবি শঙ্খ প্রদীপ ও এফবি মা মঙ্গল নামে দুটি ফিশিং ট্রলারকে বাংলাদেশ জলসীমায় মাছ ধরতে দেখতে পায়।

“পরে তারা সেখানে গিয়ে অবৈধভাবে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে দুটি ফিশিং ট্রলারসহ মোট ২৬ জন ভারতীয় জেলেকে আটক করে।”

এর আগে একই এলাকা থেকে গত বছরের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার সময় টহলরত নৌবাহিনী ৭৭ জন ভারতীয় জেলেসহ ছয়টি ট্রলার আটক করেছিল।