মুজিববর্ষ উপলক্ষে কক্সবাজারে হোটেল সায়মনের আয়োজন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সমুদ্র সৈকতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানসহ নানা কর্মসূচির আয়োজন করেছে হোটেল সায়মন বিচ রিসোর্ট কর্তৃপক্ষ।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2020, 12:44 PM
Updated : 18 Jan 2020, 12:45 PM

গত মঙ্গলবার কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে সায়মন বিচ রিসোর্টে শুরু হওয়া পাঁচ দিনের এ কর্মসূচি শেষ হয়েছে শনিবার বিকালে।

বুধবার কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন সাবেক মন্ত্রী মো. নুরুল ইসলাম বিএসসি।

সায়মন বিচ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবর রহমান বলেন, “জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন এবং হোটেলটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচদিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।”

তিনি সাংবাদিকদের কর্মসূচির বিষয়ে জানান।

এর মধ্যে ছিল রিসোর্টের কর্মকর্তা-কর্মচারীদের স্বেচ্ছায় দেওয়া দুই শতাধিক ব্যাগ রক্ত কক্সবাজার সদর হাসপাতালের রোহিঙ্গা রোগীদের মাঝে বিতরণ। হোটেলটির কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণে সৈকতের কলাতলী পয়েন্ট থেকে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।

কর্মসূচি চলাকালে হোটেলে আগত পর্যটকদের ফুল দিয়ে বরণ করাসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা ছিল বলেও তিনি জানান।

মাহবুবর রহমান জানান, ৫৪ বছর আগে ঐতিহ্যবাহী এ হোটেলটি পাঁচ বছর আগে কলাতলী সৈকতের পাশে পর্যটকদের জন্য আধুনিক সেবা-সুবিধা নিয়ে নতুন করে পদযাত্রা করেছে।