সাতক্ষীরায় ১৫ চোরাকারবারির আত্মসমর্পণ

স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকারে সাতক্ষীরায় ১৫ জন মাদক চোরাকারবারি আত্মসমর্পণ করেছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2020, 11:12 AM
Updated : 18 Jan 2020, 11:12 AM

শনিবার সদর থানা চত্বরে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের ১৫ জন চোরাকারবারি আত্মসমর্পণ করে।

সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, তারা নিজেদের উপলব্ধি এবং পুলিশের আহ্বানে সাড়া দিয়ে থানা চত্বরে এসে আত্মসমর্পণ করেন। পরে তিনি (ওসি) তাদের ফুল দিয়ে বরণ করেন।

“এ সময় তারা চোরাকারবার থেকে সরে আসার লিখিত অঙ্গীকার করেছেন। তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলি দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা হবে।”

আত্মসমর্পণকারীদের মধ্যে ১৪ জনের নাম জানা গেছে।

এরা হলেন জামাল হোসেন, মনিরুল ইসলাম মনি, মো. আলাউদ্দিন, ফারুক হোসেন, বাবলুর রহমান, আলি হোসেন, শহিদ হোসেন, কামরুজ্জামান রানা, মফিজুল ইসলাম, জিয়ারুল ইসলাম, মিজানুর টিক্কা, শাহিন, আজিজ ও আজিজার রহমান।