টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আরও ৪ জনের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা আরও চারজন মারা গেছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2020, 06:52 AM
Updated : 18 Jan 2020, 06:52 AM

গাজীপুর সিটি পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান বলেন, শুক্রবার রাতে বার্ধক্যজনিত কারণে ও হৃদরোগে আক্রান্ত হয়ে এই চারজন মারা যান বলে তারা প্রাথমিক তথ্যে জানতে পেরেছেন।

তারা হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার উসমানপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে হুমায়ুন কবীর (৬৫), ঝিনাইদহ সদর উপজেলার কালাহাট গোপালপুর গ্রামের আ ফ ম জহুরুল আলম (৬২), ঢাকার উত্তরা পশ্চিম থানার নলভোগ এলাকার ফজলু মিয়ার ছেলে ইলিয়াস মিয়া (৮৫) ও গাইবান্ধার সাঘাটা থানার কামালের পাড়া গ্রামের আব্দুস সোবহান (৬৫)।

তাদের মধ্যে সোবহান হৃদরোগে আক্রান্ত হয়ে আর অন্য তিনজন বার্ধক্যজনিত কারণে মারা যান বলে পুলিশশের প্রাথমিক তথ্য।

এর আগে বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার চানপুর এলাকার কাজী আলাউদ্দিন (৬৬) মারা যান। এ নিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমায় যোগ দিতে আসা পাঁচজন মারা গেলেন।

এছাড়া বুধবার রাতে ইজতেমায় যাওয়ার পথে টঙ্গীতে ট্রেনের ধাক্কায় ও ভার্ড ভ্যানের ধাক্কায় দুইজন নিহত হন। তারা হলেন নরসিংদীর বেলাবো উপজেলার আব্দুর রহমান ওরফে সুরুজ মিয়া (৫৫) ও গাইবান্দার ফুলছড়ি উপজেলার গুলজার হোসেন (৪৫)।