‘১৩৭ কেজির কৈভোল’ মাছ বিক্রি হলো এক লাখে

খুলনার রূপসা পাইকারী মাছ বাজারে সামুদ্রিক কৈভোল মাছ এক লাখ পাঁচ হাজার টাকায় বিক্রি হয়েছে; যার ওজন ১৩৭ কেজি বলে স্থানীয় মাছ বিক্রেতারা জানিয়েছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2020, 07:48 AM
Updated : 17 Jan 2020, 07:48 AM

বাজার কমিটির নেতা মো. রমজান আলী হাওলাদার বলেন, মাছটি বৃহস্পতিবার ‘সোহান ফিশ’ নামে মাছের আড়তে গেলে খবর ছড়িয়ে পড়ে। মাছটি দেখতে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে। এমনকি সাধারণ মানুষ মাছের সঙ্গে সেলফি তুলতে শুরু করে।

তিনি বলেন, “প্রথমে এক ক্রেতা মাছটির দাম বলেন ৬০ হাজার টাকা। এরপরই দাম বাড়তে থাকে। শেষ পর্যন্ত দাম ওঠে এক লাখ পাঁচ হাজার টাকা। আমরা ৫০ জন মিলে মাছটি কিনেছি। যা কেটে ভাগ করে নিয়েছি।

“এ ধরনের মাছ যে কেউ কাটতে পারে না। সে কারণে বড় বাজার থেকে অভিজ্ঞ লোক এনে মাছটি কাটাতে হয়েছে।”

সাতক্ষীরার তালা উপজেলার জেলে গোবিন্দ সরকার জানান, গভীর সমুদ্রে মাছটি ধরা পড়ার পর তিনি রূপসা মৎস্য বাজারে নিয়ে আসেন। দাদন দেওয়া জেলেদের বেন্টি জালে মাছটি ধরা পড়ে।

ওই বাজারের মাছ বিক্রেতা সেলিম মুন্সী বলেন, “প্রতিদিন অনেক মাছ এ বাজারে আসে। কিন্তু এ মাছটি অনেক বড়। এ মাছের সঙ্গে অনেকে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।”

স্মৃতি ধরে রাখতে তিনিও সেলফিবি তুলে রেখেছেন বলে জানালেন সেলিম।