তাড়াশের গ্রামে হনুমান

সিরাজগঞ্জের তাড়াশে একটি হনুমান লোকালয়ে দেখা গেছে, যেটি কোথা থেকে এসেছে তাৎক্ষণিকভাবে কেউ বলতে পারছে না।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2020, 12:02 PM
Updated : 16 Jan 2020, 01:21 PM

উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুল ইসলাম বুলবুল জানান, বৃহস্পতিবার সকাল থেকে হনুমানটিকে হামকুড়িয়া গ্রামের বিভিন্ন বাড়ির চালে ও গাছের ডালে বিচরণ করতে দেখা গেছে।

তাড়াশ উপজেলা বনকর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান বলেন, এই প্রজাতির হনুমান সাধারণত এ অঞ্চলে দেখা যায় না। মহাসড়কে চলাচলকারী কোনো ট্রাক বা বাসের ছাদে উঠে এটি কোনো বনাঞ্চল থেকে এখানে এসে থাকতে পারে।

এটি উদ্ধারে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

হনুমানটি দেখতে এলাকার উৎসুক জনতা ভিড় করলেও কেউ ক্ষতি করছে না বলে স্থানীয়রা জানিয়েছেন।