গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ইটিইর ৫০ শিক্ষার্থী অনশনে

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের (ইটিই) পঞ্চাশ শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেছেন। 

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2020, 04:34 PM
Updated : 15 Jan 2020, 04:34 PM

তাদের বিভাগকে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে একীভূতকরণের দাবিতে গত তিন মাস ধরে তারা আন্দোলন করে আসছেন।

এই দাবিতেই বুধবার তারা আমরণ অনশন শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা ১১টায় আন্দোলনের ৯১তম দিনে ইটিই বিভাগের ৫০ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে আমরণ অনশনে অবস্থান নিয়েছেন। এর আগে তারা একাডেমিক ভবনের সামনে মানববন্ধন করেন।

আমরণ অনশনে অবস্থানরত ইটিই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শিহাব শাহারিয়ার বলেন, তারা ইটিই বিভাগকে ইইই বিভাগের সঙ্গে একীভূত করার দাবিতে ৯০ দিন ধরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।

“কিন্তু আমাদের দাবি মেনে নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাই আমরা আমরণ অনশনের ডাক দিয়েছি। এখন আমরা প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছি।”

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. শাহজাহান বলেন, নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত কিছুই করা সম্ভব নয়।

গত ১৮ অক্টোবর থেকে ইটিই বিভাগের শিক্ষার্থীরা এই দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন।