নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

নোয়াখালীতে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলার একটি আদালত।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2020, 02:11 PM
Updated : 15 Jan 2020, 02:15 PM

বুধবার জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমেদ এ রায় দেন। দণ্ডিত মহিন উদ্দিন খাজা (৩৬) নোয়াখালীর সেনবাগ উপজেলার পূর্ব কালা রাইতা গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে।

রায়ে দণ্ডিত ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

নোয়াখালী জজ আদালতের পাবলিক প্রসিকিউটর গুলজার আহমেদ জুয়েল জানান, ২০১৫ সালের ৬ এপ্রিল সেনবাগের কালা রাইতা গ্রামে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন জহুরা বেগম বেবি। এক মাস পর স্বামীর বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবা থেকে তার মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় বেবির স্বামীসহ সাতজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন তার মা আজিবা খাতুন।

পিপি বলেন, তদন্ত শেষে পুলিশ বেবির স্বামীসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। দীর্ঘ শুনানি শেষে অপর দুই আসামিকে খালাস দিয়ে মহিন উদ্দিন খাজাকে দণ্ড দেওয়া হয়।