খুলনার সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম মারা গেছেন

সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম মারা গেছেন।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2020, 10:02 AM
Updated : 15 Jan 2020, 10:02 AM

মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বর্ষীয়ান এ নেতা বিএনপির খুলনা মহানগর শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তাকে নমিনেশন না দেওয়ায় আওয়ামী লীগের নমিনেশন নিয়ে খুলনা-৩ (খালিশপুর- দৌলতপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

পরে তিনি আবার বিএনপিতে যোগ দেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন।

তার ছেলে কাজী রিয়াজ সুমন জানান, বুধবার জোহর নামাজের পর খুলনা হাদিস পার্কে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আসর নামাজের পর খালিশপুর প্রভাতী স্কুলমাঠে অনুষ্ঠিত আরও একটি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নগরীর প্রভাতী স্কুলসহ খালিশপুর-দৌলতপুরে বহু স্কুল-কলেজ-মাদ্রাসা প্রতিষ্ঠা সেকেন্দার আলী খালিশপুরের শ্রমজীবী মানুষের ‘প্রিয়মানুষ’ ছিলেন বলে জানান স্থানীয়রা।

মৃত্যুকালে স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।