মুজিববর্ষ: শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমাবেশ

মুজিববর্ষ উপলক্ষে শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমাবেশ আয়োজন করেছে ২৪তম বিসিএস ফোরাম।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2020, 04:46 PM
Updated : 14 Jan 2020, 04:47 PM

মঙ্গলবার দুপুরে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠে এ অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল-‘আমরা কোচ, আমরা হাজং, আমরা গারো, আমরা ডালু, আমরা বানাই, আমরা রাজবংশী, আমরা বর্মণ-আমরা সবাই বাঙালি’।

সকালে শত শত কোচ, হাজং, গারো, ডালু, বানাই, রাজবংশী, বর্মণ ও রবিদাস সম্প্রদায়ের মানুষ খেলার মাঠে জড়ো হন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার ওয়ান এসএম খোরশেদুল আলমসহ অন্য অতিথিদের নিজ ভাষায় নেচে-গেয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ জন সংস্কৃতিকর্মী।

সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্যে শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, “মুজিববর্ষ উপলক্ষে আমরা আপনাদের কাছে এসেছি আপনাদের অবস্থা জানতে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মযজ্ঞের গল্প শোনাতে।”

তিনি বলেন, “কোচ, হাজং, গারো, ডালু, বানাই, রাজবংশী, বর্মণ আমরা সবাই বাঙালি। এদেশ সকলের। এখানে সবাই সমান।”

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য যুগল কিশোর কোচ বলেন, “আমরা কোচ-হাজংরা বয়স্কভাতা নেই পাই। প্রধানমন্ত্রীর ঘর নেই পাই। আমার খুব কষ্টে আছে।”

চিন্তাহরণ হাজং বলেন, “ওগুলা চাইলে চেয়ারম্যান এবং মেম্বারগিলা আমাথাই টিকা চায়। আমরা গরিব মান, কুয়াই টেকা  পাবো।”

সমাবেশে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার ওয়ান এসএম খোরশেদুল আলম বলেন, “এখানকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ দীর্ঘদিন ধরে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এটা সত্যিই হতাশার। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় বলেন-আমাদের কাছে সবাই সমান। আমরা সবাইকে উদারভাবে দেখতে চাই।”

৬০ হাজার কোটি টাকা সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে সরকার ব্যয় করে উল্লেখ করে তিনি বলেন, এত ব্যয়ের পরও এখানকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ ঘর পাবে না, বয়স্ক ও বিধবা ভাতা পাবে না, এটা সত্যিই দুঃখজনক।

“আমরা এ এলাকার মানুষের জন্য দ্রুত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ভাতা ও ঘরের ব্যবস্থা করব।”

সমাবেশ শেষে ৫ শতাধিক মানুষকে শীতের কম্বল দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কোচ, হাজং, গারো শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।

২৪তম বিসিএস ফোরাম আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার ওয়ান এসএম খোরশেদুল আলম।

শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর পুলিশ সুপার মো. শহিদুল্লাহ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মারুফুর রশিদ খান, জেলা মৎস্য কর্মকর্তা ইফতেখাইরুল আলম।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা পুলিশ বিভাগ ও উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।