অস্বাস্থ্যকর পরিবেশ, ঝালকাঠিতে বেসরকারি হাসপাতালকে জরিমানা

ঝালকাঠিতে অস্বাস্থ্যকর পরিবেশ আর মেয়াদ-উত্তীর্ণ ওষুধ ব্যবহারের দায়ে দুটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2020, 03:57 PM
Updated : 14 Jan 2020, 03:57 PM

মঙ্গলবার দুপুরে জেলার নলছিটি উপজেলার হাসপাতাল সড়কে ফারজানা ক্লিনিক ও ফারজানা ডায়াগনস্টিক সেন্টারকে এই দণ্ড দেওয়া হয়। উভয় প্রতিষ্ঠানের মালিক রিয়াজ উদ্দিন নামে এক ব্যক্তি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত হোসেনসহ পুলিশ সদস্যরা এ সময় সেখানে ছিলেন।

ইউএনও সাংবাদিকদের বলেন, রাস্তার দুই পাশে সামনা-সামনি অবস্থিত এই দুটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশ দেখা গেছে। এছাড়া তারা মেয়াদ-উত্তীর্ণ ওষুধ ব্যবহার করেছেন বলে প্রমাণ মিলেছে।

এ কারণে ফারজানা ক্লিনিককে ৫০ হাজার টাকা এবং ফারজানা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে তিনি জানান।