রোহিঙ্গা ক্যাম্পে সেভ দ্য চিলড্রেনের লার্নিং সেন্টারে দুর্বৃত্তের আগুন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক আন্তর্জাতিক সেবাদানকারী সংস্থার লার্নিং সেন্টার অজ্ঞাত দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে; তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2020, 09:23 AM
Updated : 14 Jan 2020, 11:21 AM

মঙ্গলবার ভোররাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের হাকিম পাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক আর-১৮-তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ক্যাম্পটির ইনচার্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী ফারুক আহমদ।

দুর্বৃত্তদের আগুনে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের একটি লানিং সেন্টারের ছাল পুড়ে গেলেও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান ক্যাম্প ইনচার্জ।

ফারুক বলেন, মঙ্গলবার ভোর ৫টার দিকে উখিয়ার হাকিম পাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সেভ দ্য চিলড্রেনের একটি লানিং সেন্টারে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়।

তিনি বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় রোহিঙ্গাসহ ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।”

তবে কে বা কারা কী কারণে আগুন লাগায় এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ক্যাম্প ইনচার্জ।

ফারুক জানান, ঘটনার ব্যাপারে প্রশাসনের সংশ্লিষ্টরা তদন্ত চলাচ্ছে।