ফরিদপুরে শ্বাসরোধে গৃহবধু হত্যার অভিযোগ

ফরিদপুরে শ্বাসরোধ করে এক গৃহবধুকে হত্যা অভিযোগ পাওয়া গেছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2020, 08:45 AM
Updated : 14 Jan 2020, 08:45 AM

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শহরের চরকমলাপুর এক ভাড়া বাসা থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

নিহত রিনা বেগম (২৪) ট্রাক চালক মো. হাসানের স্ত্রী এবং সালথা উপজেলার কুমারপট্টি গ্রামের শাহজাহানের মেয়ে। তিনি শহরের চরকমলাপুর এলাকার ভাড়াবাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।

ফরিদপুর কোতয়ালী থানার এসআই বেলাল হোসেন জানান, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে মৌখিকভাবে অভিযোগ করেছে।

তিনি জানান, পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে নিহতের ঝগড়া চলছিল। ঘটনার আগের রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। হত্যাকাণ্ডের পর থেকে তার স্বামী পালাতক রয়েছেন।

নিহত রিনা আনিতা (৫) ও তালহা (৩) নামের দুইটি সন্তান রয়েছে।

ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।