গাজীপুরে দুর্বৃত্তের ছুরির আঘাতে র‌্যাব সদস্য গুরুতর আহত

গাজীপুরে র‌্যাবের এক সদস্যকে ছুরি মেরে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2020, 05:38 AM
Updated : 14 Jan 2020, 05:56 AM

সোমবার রাত সোয়া ৮টার দিকে জয়দেবপুর জংশনের দক্ষিণ পাশে আউটার সিগন্যাল এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে র‌্যাব জানিয়েছে।

আহত র‌্যাব ১৫ এর সদস্য এএসআই মিজানুর রহমান র‌্যাব-১-এর পোড়াবাড়ী ট্রেনিং সেন্টারের প্রশিক্ষণার্থী।

র‌্যাব-১-এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, সোমবার রাতে টঙ্গীর বিশ্ব ইজতেমার দায়িত্ব পালন শেষে ট্রেনে করে জয়দেবপুর জংশনের দক্ষিণ পাশে আউটার সিগন্যালে ট্রেন থেকে নামার পরপর তিনি আক্রান্ত হন।

“এ সময় রেলকর্মী ও স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ফাইল ছবি

“পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে মঙ্গলবার সকালেও তার জ্ঞান ফেরেনি।” 

শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) প্রণয় ভূষণ দাস জানান, তার পেট ও পিঠসহ ৪ থেকে ৫টি স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এ হাসপাতালে চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানান তিনি।

এএসআই মিজানুর আহত হওয়ার খবর পেয়ে ওই ট্রেনিং সেন্টারের এএসপি ইকবাল হোসেনসহ র‌্যাব সদস্যরা হাসপাতালে যান।