হাইমচর উপজেলা চেয়ারম্যান নৌকার নূর হোসেন

চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নূর হোসেন পাটোয়ারী আবারও বিজয়ী হয়েছেন।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2020, 04:29 PM
Updated : 13 Jan 2020, 04:29 PM

সোমবার রাতে উপজেলা পরিষদে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রিপন হোসেন।

নৌকা প্রতীক নিয়ে নূর হোসেন পেয়েছেন ১৬ হাজার ১৫১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন একই দলের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সভাপতি আব্দুল মোতালেব জমাদার। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ১১ হাজার ৭২৫ ভোট।

বিএনপির ধানের শীষ প্রতীকের ইসহাক খোকন পেয়েছেন ৪ হাজার ২০৬ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকের জাহাঙ্গীর হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকের শাহনাজ বেগম বিজয়ী হয়েছেন।

নির্বাচন কর্মকর্তা রিপন হোসেন বলেন, সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ৩১টি কেন্দ্রে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৮০ হাজার ভোটারের মধ্যে প্রায় ৪০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

“নির্বাচনে সবগুলো কেন্দ্র ঝুঁকিপূর্ণ হওয়ায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়।”

প্রতিটি কেন্দ্রে পুলিশের সঙ্গে বিজিবি, র‌্যাব, কোস্টগার্ড এবং আনসার ব্যাটেলিয়ন সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করেছে।