বিকাশের টাকা ‘আত্মসাতের চেষ্টা ছিনতাই নাটকে’, গ্রেপ্তার ৩

জামালপুরে ‘ছিনতাই নাটক সাজিয়ে’ বিকাশের সাড়ে ২১ লাখ টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2020, 11:48 AM
Updated : 13 Jan 2020, 01:33 PM

পুলিশ জানায়, রোববার দুপুরে মেলান্দহ উপজেলার কোনা মালঞ্চ এলাকায় টাকা ছিনতাই হয়েছে বলে বিকাশের এক কর্মী অভিযোগ করেন, যা পরে মিথ্যা প্রমাণিত হয়।

গ্রেপ্তাররা হলেন বিকাশ কর্মী দিপু মিয়া (৩২), তার দুই সহযোগী জসিম উদ্দিন (৩২) ও সুমন আহম্মেদ (২৬)। তাদের তিনজনের বাড়ি জামালপুর পৌরসভার ছনকান্দা এলাকায়। তারা তিন বন্ধু। 

জামালপুরের পুলিশ সুপার (এসপি) দেলোয়ার হোসেন জানান, রোববার রাতে দিপু মিয়া মেলান্দহ থানায় সাধারণ ডাইরিতে উল্লেখ করেন ওইদিন দুপুরে কোনা মালঞ্চ এলাকায় তার কাছ থেকে বিকাশের ২১ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই হয়েছে।

“এ সময় দিপুকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে ছিনতাইয়ের ঘটনা সাজানো বলে পুলিশের সন্দেহ হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে দিপু মিয়া স্বীকার করে যে ছিনতাইয়ের ঘটনাটি তার দুই বন্ধুর পরামর্শে সাজানো হয়েছে।”

এসপি বলেন, তার স্বীকারোক্তি মতে গভীর রাতে অভিযান চালিয়ে জামালপুর শহরের ছনকান্দা থেকে ২১ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মামলা দায়ের হচ্ছে; এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে, বলেন এসপি দেলোয়ার।