আন্তঃনগর ট্রেন নীলসাগর থেকে যাত্রীর লাশ উদ্ধার

নীলফামারীতে আন্তঃনগর ট্রেন নীলসাগর থেকে এক যাত্রীর লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2020, 11:45 AM
Updated : 13 Jan 2020, 11:45 AM

রোববার রাত দেড়টার দিকে সৈয়দপুর স্টেশনে ওই ট্রেনের এসিবার্থ কেবিন থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত যাত্রী মাহবুব রশীদের বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায়। তার বয়স আনুমানিক ৪২ বছর বলে পুলিশ জানিয়েছে।

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মাহবুব রশীদের রোববার সকালে ঢাকা কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকা-নীলফামারী-চিলাহাটি রেলপথে চলাচলরত আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের এসিবার্থ কেবিনে চড়ে রংপুরের বদরগঞ্জের উদ্দেশ্যে দ্যোশে যাওয়ার কথা ছিল।

মাহবুব রশীদ ঢাকা থেকে রংপুরের বদগঞ্জে তার বাড়ি ফেরার জন্য রোববার সকালে ঢাকা কমলাপুর স্টেশন থেকে আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের এসি-বার্থ কেবিনে উঠেন বলে জানায় পুলিশ।

ওসি জানান, রাত একটার দিকে ট্রেনটি পারবর্তীপুর স্টেশন থেকে-সৈয়দপুর স্টেশনে আসার সময় ট্রেনে দায়িত্বরত কর্মীরা নিয়মিত চেকআপ করার সময় ওই কেবিনটি ভিতর থেকে বন্ধ পান। ট্রেনের কর্মীরা ডাকাডাকি করেও কোন সাড়া না পেয়ে রেলওয়ে পুলিশে খবর দেয়।

ট্রেনটি রাত দেড়টায় সৈয়দপুর স্টেশনে থামলে রেলওয়ে পুলিশ ট্রেনের এসিবার্থ কেবিনের দজা ভেঙে দেখতে পান কেবিনের আসনে মৃত অবস্থায় পড়ে রয়েছেন যাত্রী মাহবুব রশীদ। মরদেহ রেলওয়ে থানায় নেওয়া হয়।

ওসি আরো জানান,মাহবুবের মরদেহ উদ্ধারের সময় শীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যানি। ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

মরদেহ জিআরপি থানায় নিয়ে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবার চাইলে মরদেহের ময়না তদন্ত করা হবে।