রিফাত হত্যা: ৫ কিশোর আসামির বয়স যাচাইয়ের আবেদন

বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলার ১৪ কিশোর আসামির পাঁচজনের বয়স যাচাইয়ের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2020, 10:35 AM
Updated : 13 Jan 2020, 11:15 AM

সোমবার বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমানের আদালতে এ আবেদন করা হয়েছে।

বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি মোস্তফিজুর রহমান বলেন, ১৪ কিশোর আসামির মধ্যে পাঁচজনের বয়স বেশি মনে হওয়ায় রাষ্ট্রপক্ষ তাদের ডাক্তারি পরীক্ষার আবেদন করেছে।

এছাড়া সোমবার নির্ধারিত তারিখে মামলার বাদী নিহত রিফাত শরীফের বাবা দুলাল শরীফ ১৪ কিশোর আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন। এ সময় ওই ১৪ আসামি আদালতে উপস্থিত ছিল বলে জানান এ আইনজীবী।

২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাতকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পহেলা সেপ্টেম্বর প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক দুই ভাগে বিভক্ত করে ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং কিশোর ১৪ জন।

এর আগে বরগুনায় রিফাত শরীফ হত্যার মামলায় তার মা ও দুই বোন আদালতে সাক্ষ্য দেন।