খুলনায় সোনালী ব্যাংক কর্মকর্তার জামিন আবেদন নাকচ

স্বাক্ষর জাল করে গ্রাহকের প্রায় সাড়ে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার সোনালী ব্যাংকের এক কর্মকর্তার জামিন আবেদন নাকচ করেছেন খুলনার একটি আদালত।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2020, 04:36 PM
Updated : 12 Jan 2020, 04:36 PM

দুদকের আইনজীবী সরকারি কৌঁসুলি খন্দকার মজিবর রহমান জানান, রোববার দুপুরে খুলনা বিভাগীয় স্পেশাল জজ জিয়া হায়দার এ আদেশ দেন।

গ্রেপ্তার মো. মাহফুজুর রহমান সোনালী ব্যাংক লিমিটেডের বাগেরহাট শাখার প্রিন্সিপাল অফিসার।

এ মামলায় মাহফুজুর রহমান ছাড়াও ব্যাংকের ওই শাখার সাবেক ব্যবস্থাপক শেখ মুজিবুর রহমান, জুনিয়র অফিসার জাহাঙ্গীর হোসেন খলিফা ও লায়লা বেগমসহ ১৫ জন আসামি রয়েছেন।

পিপি খন্দকার মজিবর রহমান জানান, ২০১৫ সালে আসামিরা পরস্পর যোগসাজশে সোনালী ব্যাংক বাগেরহাট শাখার ১০১ জন গ্রাহকের অজান্তে তাদের নামে ৪ কোটি ৪৯ লাখ ২৮ হাজার ৪৫৩ টাকা ঋণ মঞ্জুর করে তা আত্মসাৎ করেন।

“এ ঘটনা জানাজানি হলে ব্যাংকের অনুকূলে আসামিরা ৩৬ লাখ ৮১ হাজার টাকা ফেরৎ দেন।”

অর্থআত্মসাতের ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপক খান বাবলুর রহমান বাগেরহাট থানায় মামলা করেছেন। পরে বিষয়টি তদন্ত করে দুদক এ ঘটনায় আদালতে অভিযোগপত্র দেয়।