হাইমচর উপজেলা নির্বাচন সোমবার

চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ হবে সোমবার।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2020, 02:21 PM
Updated : 12 Jan 2020, 02:21 PM

নির্বাচনের প্রস্তুতি হিসেবে রোববার উপজেলার ৩১টি নির্বাচনী কেন্দ্রের দুইশ কক্ষের ইভিএম পদ্ধতির সকল সরঞ্জামাদি নেওয়া হয়েছে বলে নির্বাচন কার্যালয় জানিয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. হেলাল উদ্দিন খান জানান, রোববার বিকাল থেকে কেন্দ্রগুলোতে নিরাপত্তার জোরদার করা হয়েছে। পুলিশ ও আনসার সদস্যরা প্রত্যেক কেন্দ্রের ইভিএম মেশিন ও প্রয়োজনীয় কাগজপত্রের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

মেঘনা নদীর পশ্চিম ও পূর্ব পাড়ে ৬টি ইউনিয়ন নিয়ে এই উপজেলা গঠিত। মেঘনার পশ্চিম পাড়ে রয়েছে ৯টি ভোট কেন্দ্র।

নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে নয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলার মোট ভোটার ৮০ হাজার ২৩৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪১ হাজার ৪১৭ এবং মহিলা ভোটার ৩৮ হাজার ৮১৭ জন।

শনিবার রাত ১২টার পর থেকে নির্বাচনী প্রচার বন্ধ হয়েছে।

হাইমচর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রিপন হোসেন বলেন, “এই প্রথম ইভিএম পদ্ধতিতে এই উপজেলা নির্বাচন। তার পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা গত ১১ জানুয়ারি মক ভোটিং করেছি। পুরো নির্বাচনী নিরাপত্তার জন্য ইতিমধ্যে উপজেলা সদরে বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কাজে মেঘনা নদীর পশ্চিম ও পূর্ব পাড়ে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।