কুষ্টিয়া বিআরটিএ কার্যালয়ে ২ দালালের সাজা

কুষ্টিয়ার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে দালালির কাজে যুক্ত থাকার অভিযোগে দুইজনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Jan 2020, 10:49 AM
Updated : 12 Jan 2020, 10:50 AM

এরা হলেন- কুষ্টিয়া শহরতলীর উদিবাড়ী এলাকার দিরাজ উদ্দিনের ছেলে মো. দুলাল (৩৯) ও পূর্ব মজমপুর এলাকার শেখ নুরুল আমিনের ছেলে মনিরুজ্জামান (৩৫)।

রোববার বেলা সাড়ে ১২টায় দুদক কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক রফিক উদ্দিন খানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসাহক আলী তাদের এ সাজা দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসাহক আলী বলেন, কুষ্টিয়া বিআরটিএ কার্যালয়ে সেবা গ্রহীতাদের কাছ থেকে নির্ধারিত অর্থের অতিরিক্ত আদায় করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় দুলাল ও মনিরুজ্জামানকে আটক করা হয়।

“পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মনিরুজ্জামানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা এবং দুলালকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।”