ইজতেমার প্রথম দিনে জুমার নামাজে লাখো মানুষ

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম দিন দেশ-বিদেশের লাখো মানুষ একসঙ্গে জুমার নামাজ পড়েছেন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2020, 04:42 PM
Updated : 10 Jan 2020, 04:42 PM

শুক্রবার বেলা দেড়টায় এই জামাতে ইমামতি করেন ঢাকার কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমদ।

জুমার নামাজে অংশ নিতে সকাল থেকেই টঙ্গী, ঢাকা, উত্তরা, আশুলিয়া, সাভার ও আশপাশের বিভিন্ন এলাকার লোকজন আসতে শুরু করেন।

বেলা ১২টার আগেই ইজতেমা মাঠ ছাপিয়ে আশপাশের খোলা জায়গা জনসমুদ্রে পরিণত হয়। মাঠে জায়গা না পেয়ে অনেকে মহাসড়ক ও অলিগলিসহ যেকোনো ফাঁকা জায়গায় পাটি, চটের বস্তা, খবরের কাগজ বিছিয়ে নামাজ পড়েন।

মানুষের ভিড়ে একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় তীব্র যানজট।

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুরের পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম ইজতেমার মাঠে জুমার নামাজ পড়েন।