নারায়ণগঞ্জে ‘ছাগল চুরি’: দুই কিশোরকে ইউপি সদস্যের সামনে মারধর

নারায়ণগঞ্জে এক ইউনিয়ন পরিষদ সদস্যের সামনে ছাগল চুরির অভিযোগে দুই কিশোরকে পেটানোর ভিডিও ভাইরাল হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2020, 04:12 PM
Updated : 10 Jan 2020, 04:46 PM

জিহাদ ও রবিন নামে দুই যুবক এই দুই কিশোরকে পেটান বলে স্বীকার করেছেন সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আলাউদ্দিন হাওলাদার।

আলাউদ্দিন বলেন, পাগলা নয়ামাটি মুসলিম পাড়া এলাকার দুই কিশোরের বিরুদ্ধে ছাগল চুরির অভিযোগ উঠলে ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করে পুলিশ।

“তারা চুরির অভিযোগ অস্বীকার করে। তবে দুই-চারটা বাড়ি দিলে তারা চুরির কথা স্বীকার করে। পরে তাদের পুলিশে দেওয়া হয়।”

গত ৩১ ডিসেম্বর রাতে তাদের পেটানো হয়। পেটানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে।

এ বিষয়ে আলাউদ্দিন বলেন, “বিষয়টি ঠিক হয়নি। এলাকার ছেলে জিহাদ ও রবিন উত্তেজিত হয়ে তাদের দুজনকে মারধর করেছে। এ জন্য আমি তাদের বকাঝকা করেছি।”

এ বিষয়ে ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন বলেন, “দুই কিশোর এলাকায় চুরিসহ নানা অপকর্মের সঙ্গে যুক্ত। কিন্তু তাদের নির্যাতনের বিষয়টি আমাদের জানা নেই। পুলিশের উপস্থিতিতে এ ধরনের ঘটনা ঘটেনি।”

চুরি হওয়া ছাগলটি মুন্সীগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। আর আটক দুই কিশোরকে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।