বাগেরহাটের এমপি মোজাম্মেলের দাফন পারিবারিক কবরস্থানে

আসনের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী মো. মোজাম্মেল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2020, 12:55 PM
Updated : 10 Jan 2020, 12:55 PM

দ্বিতীয় জানাজা শেষে শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে জেলার মোরেলগঞ্জ উপজেলার কচুবুনিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১২টা ৪০ মিনিটে তিনি মারা যান।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু বলেন, ঢাকায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা শেষে শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে হেলিকপ্টারে করে তাকে বাগেরহাটে আনা হয়।

শেষ শ্রদ্ধা জানাতে লাশ রেল রোডের দলীয় কার্যালয়ে রাখা হয়। সেখানে শ্রম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, জনপ্রতিনিধি, দলের নেতাকর্মী কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে শহরের শেখ হেলাল উদ্দীন স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা হয়। তার আগে এই নেতাকে গার্ড অব অনার দেওয়া হয়।

পেশায় চিকিৎসক মো. মোজাম্মেল হোসেন মৃত্যু পর্যন্ত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি পাঁচবার সংসদে বাগেরহাটের ভোটারদের প্রতিনিধিত্ব করেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মোজাম্মেল হোসেনের একমাত্র ছেলে অধ্যাপক মাহমুদ হোসেন জানান, বেশ কিছুদিন ধরে কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন তার বাবা। তার বয়স হয়েছিল ৮০ বছর। 

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুন অর রশিদ, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফায়েকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমানসহ বাগেরহাটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা দ্বিতীয় জানাজায় অংশ নেন।