সাতছড়ি উদ্যানে কলেজছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে কলেজছাত্রীকে দলবেঁধে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2020, 02:49 PM
Updated : 9 Jan 2020, 02:50 PM

জেলার চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, বৃহস্পতিবার ভোরে হবিগঞ্জ শহর থেকে তাকে তারা গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার শামীম আহমেদ মামুন (২২) সদর উপজেলার বাতাসর গ্রামের মকসুদ আলীর ছেলে।

গত ৭ জানুয়ারি বেলা ১টার দিকে ওই কলেজছাত্রীকে চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে নিয়ে মামুনসহ পাঁবজন ধর্ষণ করেন বলে অভিযোগ।

এ ঘটনায় বুধবার কলেজছাত্রী নিজে বাদী হয়ে হবিগঞ্জের নারী ও শিশুনির্যাতন দমন আদালত ২-এ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।

অন্য আসামিরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার হাতির থান গ্রামের রমিজ আলীর ছেলে অটোরিকশা চালক আক্কাছ আলী (২০), বানিয়াচং উপজেলার মথুরাপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে ফজলুর রহমান (২৪), নবীগঞ্জ উপজেলার কায়স্থ গ্রামের ময়না মিয়ার ছেলে আলী হোসেন (২৪) ও চুনারুঘাট উপজেলার বনগাঁও গ্রামের আব্দুল লতিফের ছেলে জুনেদ লতিফ (২৭)।

মামলায় ওই ছাত্রী অভিযোগ করেছেন, মামুনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। গত ৭ জানুয়ারি বেলা ১টার দিকে মামুন তাকে বেড়ানোর কথা বলে নিয়ে যান। তিনি কলেজ থেকে বের হয়ে মামুনের সঙ্গে অটোরিকশায় করে সাতছড়ি জাতীয় উদ্যানে যান। সেখানে মামুন প্রথমে তাকে ধর্ষণ করেন। পরে অন্য তিনজন তাকে র্ধষণ করেন। এ সময় অটোরিকশাচালক আক্কাছ জঙ্গলের বাইরে থেকে তাদের পাহারা দেন। ধর্ষণের পর তাকে ফেলে রেখে সবাই পালিয়ে যান।

পরে তিনি উদ্যান থেকে বেরিয়ে চিৎকার করলে আশপাশের লোকজন তাকে বাড়িতে পৌঁছে দেন বলে মামলা তিনি উল্লেখ করেছেন।