টাঙ্গাইলে থামবে না নীলসাগর, সুন্দরবন, চিত্রা এক্সপ্রেস

নীলসাগর, সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস শুক্রবার থেকে আর টাঙ্গাইল স্টেশনে থামবে না বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2020, 11:26 AM
Updated : 9 Jan 2020, 11:26 AM

এছাড়া সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস মির্জাপুর স্টেশনেও যাত্রাবিরতি করবে না।

টাঙ্গাইল রেলস্টেশন মাস্টার সোহেল খান বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের বলেন, গত সপ্তাহে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এক চিঠিতে তারা এই সিদ্ধান্তের কথা জানতে পেয়েছেন।

তবে কী কারণে এই সিদ্ধান্ত সে বিষয়ে চিঠিতে কিছু উল্লেখ করা হয়নি বলে তিনি জানান।

স্টেশন মাস্টার চিঠির বরাতে বলেন, সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস চলাচল করছিল ঢাকা-খুলনা রুটে। আর নীলসাগর চলত ঢাকা-চিলাহাটি রুটে। টাঙ্গাইল স্টেশনে এই তিনটি ট্রেনের যাত্রা বিরতি বাতিল করা হয়েছে। এছাড়া সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস মির্জাপুর স্টেশনেও যাত্রাবিরতি করবে না। এ সিদ্ধান্ত শুক্রবার থেকে কার্যকর হবে।

এখন থেকে ভোরে টাঙ্গাইল থেকে ঢাকা যাওয়ার জন্য শুধু আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন পাওয়া যাবে। আর বিকেলে পাওয়া যাবে ‘দ্রুতযান এক্সপ্রেস’। টাঙ্গাইল থেকে ঈশ্বরদী, যশোর, কুষ্টিয়া, খুলনার কোনো ট্রেন থাকবে না। উত্তরের সৈয়দপুর, নীলফামারী, চিলাহাটিরও কোনো ট্রেনও টাঙ্গাইলে যাত্রাবিরতি করবে না।