শেরপুরে ‘গলায় বেলুন ঢুকে’ শিশু নিহত

ফোলানোর সময় বেলুন গলায় ঢুকে শ্বাসরুদ্ধ হয়ে শেরপুরে এক শিশু নিহত হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2020, 03:25 PM
Updated : 8 Jan 2020, 03:37 PM

শেরপুর সদর হাসপাতালের চিকিৎসক খায়রুল কবির বলেন, বুধবার দুপুরের দিকে শাওন (৬) নামে এই শিশুটির মৃত্যু হয়।

শাওন সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী গ্রামের গ্রামের শেখ ফরিদের ছেলে।

শিশুটির স্বজনরা জানান, শাওন সকালে বেলুন ফোলানোর সময় সেটা হঠাৎ তার গলা গিয়ে আটকে যায়। সঙ্গে সঙ্গে তার বাবা-মা বেলুন বের করার চেষ্টা করেন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসক খায়রুল বলেন, “বেলুনটা তার গলায় আটকে গিয়েছিল। এ কারণে দম বন্ধ হয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।”

এ বিষয়ে শেরপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে থানায় কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি। তাই থানায় কোনো ধরনের মামলাও হয়নি।