সিরাজগঞ্জে সোহেল হত্যা মামলায় তার চাচা ও চাচাত ভাই কারাগারে

সিরাজগঞ্জে কলেজছাত্র সোহেল হত্যা মামলায় গ্রেপ্তার তার চাচা ও দুই চাচাত ভাইকে কারাগারে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2020, 10:54 AM
Updated : 8 Jan 2020, 10:54 AM

বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

তারা হলেন-সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের নিহতের চাচা মুক্তাল তালুকদারের ছেলে মোশারফ হোসেন তালুকদার ওরফে মোহন তালুকদার (৭০) এবং তার দুই ছেলে ইউসুফ রেজা ওরফে আলো (২৮) ও মো. আল আমিন (৩৩)।

সদর থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আবু জাফর বলেন, এর আগে মঙ্গলবার ঢাকার নবীনগর এলাকা থেকে পলাতক ওই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।

জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৯ সালের ২৩ অগাস্ট সকালে কান্দাপাড়া গ্রামের মোতালেব তালুকদারের বাড়িতে হামলা চালায় তার ভাই মোহন তালুকদারসহ একদল স্বজন। এ সময় মারপিটে মোতালেব তালুকদার ও তার ছেলে সোহেল তালুকদার (২২) আহত হন। আহত সোহেলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেদিন সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহত সোহেল সিরাজগঞ্জ সরকারি কলেজে স্নাতক শেষবর্ষের ছাত্র ছিলেন এবং পাশপাপাশি টাঙ্গাইলে একটি বেকসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

এ ঘটনায় নিহতের মা শিউলি বেগম বাদী হয়ে থানায় ১৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ নিয়ে এ মামলায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সবাই কারাগারে রয়েছে।