নাটোরে নিহত সেই শিশুর মাথা মিলল রসুনক্ষেতে

নাটোর সদর উপজেলায় নিহত সেই শিশুটির মাথা পাওয়া গেছে এলাকার একটি রসুনক্ষেতে।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2020, 01:29 PM
Updated : 7 Jan 2020, 01:36 PM

সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন জানান, মঙ্গলবার সকালে পাইকোড়দৌল গ্রামের একটি রসুনক্ষেত থেকে তারা মাথাটি উদ্ধার করেন।

গত শনিবার ওই গ্রামের বাঁশঝাড় থেকে শিশু হাসান আলীর (১০) মাথাবিহীন লাশ উদ্ধার করে পুলিশ।

হাসান ওই গ্রামের মোজাফফর আলীর ছেলে।

ওসি জালাল বলেন, মঙ্গলবার সকালে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে পাইকোড়দৌল গ্রামের একটি রসুনক্ষেত থেকে মাথাটি উদ্ধার করা হয়। পরে সেটি হাসান আলীর বলে শনাক্ত করেন তার বাবা মোজাফফর আলী। মাথাটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

“যেখানে মাথাবিহীন লাশ পাওয়া গেছে সেখান থেকে প্রায় ৩০০ গজ পুব দিকে মাথাটি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে মাথাটি সোমবার রাতে সেখানে ফেলে গেছে। লাশ উদ্ধারের সময় মাথাটি এখানে ছিল না।”

হাসান আলীর বাবা মোজাফফর আলী বলেন, তার ছেলে নিখোঁজ ছিল চার দিন। পরে শনিবার তার লাশ উদ্ধার করা হয়। তারও তিন দিন পর পাওয়া গেল মাথা। অথচ খুনি শনাক্ত হচ্ছে না।