দুপুরের খাবারে অচেতন এক পরিবারের ৮ জন

পঞ্চগড়ে দুপুরের খাবার খেয়ে নারী ও শিশুসহ একই পরিবারের আটজন অচেতন হয়েছেন।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2020, 06:07 PM
Updated : 6 Jan 2020, 06:10 PM

সোমবার বিকালে সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের ফুটকিবাড়ি-মন্ডলপাড়া গ্রামের ব্যবসায়ী আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে। 

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আব্দুল কুদ্দুস (৪২), তার মা কুলসুম বেগম (৬০), স্ত্রী শিরিন আক্তার (৩৫), ছেলে ইউসুফ আলী (৪), ছোটো ভাই আব্দুস সাত্তার (৩০), আনোয়ার হোসেন (২৭), তার স্ত্রী সুমা বেগম (২২) ও ছেলে আল অমিন (৩)।

কুদ্দুসের মামা সাইদুল ইসলাম জানান, প্রতিদিনের মতো আব্দুল কুদ্দুসের পরিবারের সবাই সোমবার দুপুরের খাবার খান। পরে আব্দুল কুদ্দুস ও তার ছোটো ভাই আনোয়ার হোসেন ফুটকিবাড়ি বাজারে তাদের সার ও কীটনাশকের দোকানে আসেন।

“বিকালে দুই ভাই অস্বস্তি ও ঝিমুনি ভাব অনুভব করায় বাড়ি চলে যান। বাড়িতে গিয়ে দেখেন সবাই অচেতন হয়ে ঘুমাচ্ছে।”

সাইদুল বলেন, এ সময় তারা কোনো রকমে স্বজন ও প্রতিবেশীদের খবর দেন; এরপর নিজেরাও অচেতন হয়ে যান।

“পরে স্থানীয়দের সহায়তায় তাদের সন্ধায় হাসপাতালে নেওয়া হয়। পানি বা অন্য কোনো খাবারের সঙ্গে তাদের চেতনানাশক খাওয়ানো হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।”

সদর হাসপতালের চিকিৎসা কর্মকর্তা কাওসার আহাম্মেদ বলেন, “অসুস্থরা সবাই ঘুমের ওষুধ জাতীয় কিছু খেয়েছেন বলে মনে হচ্ছে। তাদের সবাইকে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে। আশা করছি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন।”

সদর থানার ওসি আবু আককাছ আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।