বরিশালে লঞ্চের ধাক্কায় ডুবল বাল্কহেড

বরিশালে সন্ধ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় পল্ট্রি ফিড বহনকারী একটি বাল্কহেড ডুবে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2020, 05:53 PM
Updated : 6 Jan 2020, 05:54 PM

বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল জানান, সোমবার সন্ধ্যায় বানারীপাড়া উপজেলার মিরেরহাট চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শিশির কুমার বলেন, ‘মর্নিং সান-৯’ নামে একটি যাত্রীবাহী লঞ্চ রাজধানী ঢাকার উদ্দেশে যাত্রা করে সন্ধ্যা নদীর মিরেরহাট এলাকা অতিক্রম করছিল।

“সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিপরীত দিক থেকে আসা নেছারাবাদগামী ‘বসুরচর’ নামে পল্ট্রি ফিড বোঝাই একটি বাল্কহেডের সঙ্গে লঞ্চটির সংঘর্ষ হয়। এতে তলা ফেটে ডুবে যায় বাল্কহেডটি।”

ওসি জানান, এ দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এ সময় ঘটনাস্থলে থাকা অন্য নৌযানের লোকেরা বাল্কহেডের চার শ্রমিককে উদ্ধার করেছে।

ডুবে যাওয়া বাল্কহেডে থাকা পল্ট্রি ফিডের মালিক নেছারাবাদ বাজারের ব্যবসায়ী জাকির হোসেন বলেন, তিনিসহ একই বাজারের ব্যবসায়ী এনায়েত হোসেন ও রেজাউল করিমের পল্ট্রি ফিড ছিল বাল্কহেডটিতে।

“৩০ লাখ টাকা মূল্যের ১৬শ বস্তা পোল্ট্রি ফিড নিয়ে রোববার ঢাকা থেকে নেছারাবাদের উদ্দেশে ছেড়ে আসে বাল্কহেডটি।”