যশোরে বাইক ছিনতাইকারী সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

যশোরে মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে এলাকাবাসী একজনকে পিটিয়ে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2020, 02:18 PM
Updated : 5 Jan 2020, 02:19 PM

তবে নিহত ব্যক্তির স্ত্রী দাবি করেছেন, তার স্বামী ছিনতাইকারী নয়; তাকে হত্যা করা হয়েছে।

অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে সুন্দলী বাজার এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত মামুন রশীদ (৩০) অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের জিয়াডাঙ্গা গ্রামের সুবহান বিশ্বাসের ছেলে।

মামুনসহ তিনজন মিলে জেলার মণিরামপুর উপজেলার হরিদাসকাঠি গ্রামের বিদ্যুৎ মণ্ডলের মোটরসাইকেল ছিনতাইচেষ্টা করেছিলেন বলে অভিযোগ।

বিদ্যুৎ মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, তিনি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

“শনিবার রাতে মনিরামপুর বাজার থেকে তিনজন যাত্রী নিয়ে অভয়নগরের উদ্দেশে রওনা হই। সুন্দলী বাজার এলাকায় পৌঁছালে যাত্রীরা মোটরসাইকেল থামাতে বলে। থামানোর পর তিন যাত্রীর মধ্যে একজন অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল রেখে চলে যেতে বলে। আমি চিৎকার দিলে এলাকাবাসী এসে এক ছিনতাইকারীকে আটক করে পিটুনি দেয়। অন্য দুইজন পালিয়ে যায়।”

ওই পিটুনিতে মামুন মারা যান বলে জানিয়েছেন সুন্দলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিকাশ রায় কপিল।

নিহত মামুনের স্ত্রী নাসরিন দাবি করেন, তার স্বামী রাজমিস্ত্রির কাজ করতেন। প্রায় এক বছর আগে তাদের বিয়ে হয়েছে। তারা উপজেলার ভাঙ্গাগেট এলাকায় ভাড়া বাসায় থাকেন।

“আমার স্বামী ছিনতাইকারী না। তাকে হত্যা করা হয়েছে।”

পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে হেফাজতে নেয়। পরে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি তাজুল বলেন, “মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে এলাকাবাসীর পিটুনিতে মামুন মারা গেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।”