কক্সবাজারে মাদকের আসামি নারীর গুলিবিদ্ধ লাশ

কক্সবাজারের টেকনাফের পুলিশ এক নারীর গুলিবিদ্ধ লাশ উদ্ধারের খবর দিয়েছে, যার বিরুদ্ধে মদক আইনে মামলা রয়েছে থানায়।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2020, 07:56 AM
Updated : 5 Jan 2020, 08:00 AM

টেকনাফ থানার পরিদর্শক প্রদীপ কুমার দাশ জানান, উপজেলা হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী লবণের মাঠ এলাকা থেকে শনিবার রাত সাড়ে ১২টার দিকে সমুদা বেগম নামে ওই নারীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

সমুদা (৪০)ওই ইউনিয়নের সাতঘড়িয়াপাড়ার নূর সালামের স্ত্রী।

পুলিশ বলছে, সমুদা ইয়াবা বিক্রেতা ছিলেন এবং তার বিরুদ্ধে টেকনাফ থানায় দুইটি মাদকের মামলা রয়েছে।

পরিদর্শক প্রদীপ বলেন, “পুলিশের একটি টহল ঘটনাস্থলে গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে সমুদাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সমুদাকে মৃত ঘোষণা করেন।"

এছাড়া ঘটনাস্থল থেকে সাড়ে ছয় হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।  

তিনি বলেন, “মাদক বিক্রেতাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।”

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক প্রণয় রুদ্র বলেন, “পুলিশ রাতে গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে হাসপাতালে নিয়ে আসে।তার শরীরের একাধিক স্থানে গুলির চিহ্ন রয়েছে।হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।”