পরিত্যক্ত শিশু পেল নতুন মা

জামালপুরে রাস্তার পাশে এক মায়ের ফেলে যাওয়া নবজাতকের ঠাঁই হয়েছে আরেক মায়ের কোলে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2020, 05:27 PM
Updated : 4 Jan 2020, 05:27 PM

শনিবার সরিষাবাড়ী উপজেলার পিংনা দক্ষিণপাড়া জামে মসজিদের পাশে তারাকান্দি-ভুয়াপুর সড়কে এই ছেলে নবজাতককে পেয়ে বাড়ি নিয়ে যান স্থানীয় হাজি আবুল হোসেন।

ছেলেটি এখন আবুল হোসেনের পুত্রবধূ পূর্ণিমা বেগমের কাছে রয়েছে। তার নাম রাখা হয় আব্দুল্লাহ বিন ওয়াহিদ আলিফ।

আবুল হোসেন সাংবাদিকদের জানান, সকালে ফজর নামাজ শেষে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় রাস্তার পাশে একটি গর্তে শিশুর কান্না শুনতে পান। পরে অন্য মুসুল্লিদের পরামর্শে নবজাতকটিকে বাড়ি নিয়ে যান তিনি।

তিনি জানান, তার ছেলে আব্দুল জলিল ও পুত্রবধূ পূর্ণিমার ঘরে সাত বছর বয়সী একটি মেয়ে রয়েছে। তারা এই ছেলেকে নিজ সন্তান হিসেবে লালন-পালনের সিদ্ধান্ত নিয়েছেন।

শিশুটিকে শনিবারই স্থানীয় একজন চিকিৎসকের কাছে নেওয়া হয়েছে। আব্দুল্লাহ বিন ওয়াহিদ আলিফ সুস্থ আছে বলে চিকিৎসক জানিয়েছেন।

বর্তমান মা পূর্ণিমা বেগম বলেন, “শিশুটি পেয়ে আমরা খুশি। ওর মা ওকে সন্তানের স্বীকৃতি না দিলেও আমরা মানুষের মতো মানুষ করব। আমি ওকে সন্তানের স্বীকৃতি দিয়ে মানুষ করব।”

ছেলেটির নাম আব্দুল্লাহ বিন ওয়াহিদ আলিফ রাখা হয়েছে বলে তিনি জানান।

ফুটফুটে এই শিশুকে দেখতে উৎসুক মানুষ আবুল হোসেনের বাড়িতে ভিড় করছে।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহব্বত কবীর বলেন, নবজাতক উদ্ধারের ঘটনায় পুলিশ সাধারণ ডায়েরি করেছে। বর্তমানে শিশুটি পিংনা দক্ষিণপাড়া গ্রামের হাজি আবুল হোসেনের পুত্রবধূ পুর্ণিমার কাছে রয়েছে।