সিলেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংঘর্ষ 

সিলেটের বিয়ানীবাজার উপজেরায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। 

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2020, 04:34 PM
Updated : 4 Jan 2020, 04:34 PM

শনিবার দুপুরে পৌরশহরের কলেজ রোডে এ সংঘর্ষ হয়। 

এ ঘটনায় সংগঠনটির অন্তত আট নেতাকর্মী আহত হয়েছেন বলে একটি পক্ষ থেকে দাবি করলেও পুলিশ তা স্বীকার করছে না।  

বিয়ানীবাজার থানার ওসি অবনীশংকর কর বলেন, মিছিলের সময় দুইপক্ষের মধ্যে মৃদু ইটপাটকেল মারার ঘটনা ঘটেছে। এই ঘটনায় কেউ আহত হয়নি।
স্থানীয়রা বলেন, ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের দুটি পক্ষ পৃথক কর্মসূচির আয়োজন করে।

‘রিভারবেল্ট’ ও ‘স্বাধীন’ গ্রুপ পৃথক কর্মসূচি উদযাপনের এক পর্যায়ে দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে ইনার কলেজ রোডে প্রথমে ধাক্কাধাক্কি ও হাতহাতি শুরু হয়। এ সময় তারা বাকবিতন্ডায় জড়িয়ে পড়লে তা সংঘর্ষে রূপ নেয়।

পুলিশ জানায়, সংঘর্ষ কলেজ রোড ও টিএন্ডটি রোডে ছড়িয়ে পড়ে। পরে বিয়ানীবাজার থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

রিভারবেল্ট গ্রুপের নেতা সাইদুল ইসলাম বলেন, “ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় হামলা চালায় স্বাধীন গ্রুপের কর্মীরা। তাদের হামলায় আমাদের আটজন কর্মী আহত হয়েছে।” 
স্বাধীন গ্রুপের নেতা কে. এইচ. সুমনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।