কক্সবাজারে ‘ছিনতাইকারীরে’ ছুরিকাঘাতে আহত কলেজছাত্র

কক্সবাজারে কয়েকজন যুবক এক কলেজছাত্রকে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2020, 01:36 PM
Updated : 4 Jan 2020, 01:37 PM

শনিবার বিকালে জেলা শহরের শহীদ সরনির সার্কিট হাউজ এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান কক্সবাজার সদর থানার ওসি এসএএম শাহজাহান কবীর।

আহত ইমরুল হাসান (২১) কক্সবাজার সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র এবং শহরের পেশকার পাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে।

তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি শাহজাহান বলেন, বিকাল ৩টার দিকে শহরের লালদীঘির পাড়ের বিলকিস মার্কেট থেকে ছোট ভাইসহ ইমরুল ব্যাটারিজালিত যাত্রীবাহী যান ইজিবাইকে ওঠেন। তারা বিজয় সরণি সংলগ্ন গলফ মাঠের বাণিজ্যমেলায় যাচ্ছিলেন।

গাড়িটি শহীদ সরণির পুলিশ সুপারের বাস ভবন মোড়ে পৌঁছালে সব যাত্রী নেমে যায় বলে ওসি জানান।

“পরে সার্কিট হাউজ এলাকায় পৌঁছালে গাড়িতে ওঠার জন্য যাত্রীবেশী একজন সংকেত দেয়। এ সময় ৪/৫ জন ছিনতাইকারী গাড়িটি আটকে ইমরুলের হাত ও পায়ে ছুরিকাঘাত করে। এরপর তারা ইমরুল ও তার ভাইয়ের মোবাইল ফোন সেট এবং মানি ব্যাগ নিয়ে পালিয়ে যায়।”

পরে তাদের চিৎকার শুনে স্থানীয়রা এসে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

ওসি আরও বলেন, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ইমরুলের বাম হাত ও ডান পায়ে কয়েকটি স্থানের রগ কেটে গেছে। পুলিশ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।