সরকারি গাছ কাটার মামলায় যুবলীগ নেতা হাজতে

লালমনিরহাটে সরকারি গাছ কাটার মামলায় আটক স্থানীয় এক যুবলীগ নেতাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।  

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2020, 12:30 PM
Updated : 4 Jan 2020, 12:30 PM

শনিবার লালমনিরহাটের একটি আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেয় বলে সদর থানার ওসি মাহফুজ আলম জানান।

আটক বাদশা মিয়া (৩৫) সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং ওই ইউনিয়নের গবাই গ্রামের আকবর মন্ডলের ছেলে।

শুক্রবার দুপুরে বাদশা মিয়াকে আটক করা হয়।

রাস্তার সরকারি গাছ কাটার মহেন্দ্রনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মনির উদ্দিন (৪৫) ও যুবলীগ নেতা বাদশা মিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন এসআই কাজল কুমার রায়।

মামলায় অভিযোগ করা হয়, শুক্রবার সকালে বাদশা মিয়া কোনো অনুমোদন ছাড়াই কাশীপুর থেকে লালমনিরহাটগামী পাকা সড়কের পাশের পাঁচটি বড় ইউক্যালিপটাস গাছ কেটে ফেলেন।

সদর থানার ওসি মাহফুজ আলম বলেন, গাছ কাটার পর হেল্প লাইন ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে এসআই কাজল কুমার রায়ের নেতৃত্বে  পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

“এ সময় পুলিশ গাছ কাটার অভিযোগে ইউনিয়ন যুবলীগ সভাপতি বাদশা মিয়াকে আটক করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়।”

ওসি জানান, সরকারি গাছ কাটার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক বাদশাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এ বিষয়ে লালমনিরহাট জেলা যুবলীগের সভাপতি হুমায়ুন কবির মোড়ল বলেন, বিষয়টি তার জানা নেই। তবে কেউ অপরাধ করলে আইন তার নিজস্ব গতিতে চলবে।

অভিযোগ প্রমাণ হলে বাদশার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।