আশুলিয়ায় নারী শ্রমিক খুন, স্বামী পলাতক

ঢাকার আশুলিয়ায় পোশাক শ্রমিক স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2020, 11:40 AM
Updated : 4 Jan 2020, 11:40 AM

আশুলিয়া থানার এসআই মো. নূরুল হুদা ভুঁইয়া জানান, শনিবার দুপুরে নরসিংহপুর এলাকার ভাড়া বাসা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত লাবণী আক্তার (২০) মাদারীপুর সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামের কবির হাওলাদারের মেয়ে। আশুলিয়ায় তিনি শারমিন গ্রুপের পোশাক কারখানায় কাজ করতেন।

লাবণীর স্বামী মাসুদ রানার (২৮) বাড়ি মাগুরা। তিনিও পোশাক শ্রমিক।

এসআই নূরুল বলেন, পুলিশ এলাকাবাসীর কাছে খবর পেয়ে লাশ উদ্ধার করেছে। এখনও বিস্তারিত জানা যায়নি।

“তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে স্বাসরুদ্ধ করে হত্যার পর তার স্বামী পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে। পারিবারিক কলহের জেরে এর আগে লাবণীকে তার স্বামী হত্যার চেষ্টা করেন বলে স্বজনরা অভিযোগ করেছে।”

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।