টাঙ্গাইলে ভুয়া চিকিৎসককে ৩০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এক ভুয়া চিকিৎসককে প্রতারণার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2020, 10:24 AM
Updated : 4 Jan 2020, 10:24 AM

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হক জানান, শুক্রবার রাতে গোড়াই এলাকার ইব্রাহীম খলিল নামে এক ব্যক্তিকে এই দণ্ড দেওয়া হয়।

ইব্রাহিম জামালপুরের তারা শেখের ছেলে। চিকিৎসক না হয়েও তিনি গোড়াই এলাকায় ‘ঢাকা হোমি হল’ নামে একটি দোকান খুলে চিকিৎসাসেবা দেওয়ার নামে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ ওঠায় ভ্রাম্যমাণ আদালতে তার হয়।

সহকারী কমিশনার মঈনুল বলেন, ইব্রাহিম নিজেকে চিকিৎসক বলে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে অন্য চিকিৎসকের প্যাড ও সিল ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

“ভ্রাম্যমাণ আদালতের বিচারক সনদপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। পরে প্রমাণিত হয় তিনি চিকিৎসক নন। প্রতারণার দায়ে তাকে ৩০ হাজর টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তার দোকান সিলগালা করে দেওয়া হয়েছে।”