পঞ্চগড়ে পরিত্যক্ত থ্রি-নট-থ্রি রাইফেল উদ্ধার

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাটি কাটার সময় একটি পরিত্যক্ত থ্রি-নট-থ্রি রাইফেল উদ্ধার করেছে পুলিশ।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2020, 05:04 PM
Updated : 3 Jan 2020, 05:04 PM

দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শাহা আলম জানান, শুক্রবার বিকেলে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের মাটিয়ার পাড়া এলাকা থেকে তারা এটি উদ্ধার করেন।

ওই এলাকার আশরাফুল ইসলাম বাবুর জমিতে শ্রমিকরা মাটি কাটার সময় রাইফেলটি দেখতে পান।

পরিদর্শক শাহা আলম বলেন, “আড়াই থেকে তিন ফুট মাটির নিচে পলেথিনে মোড়ানো ছিল চারটি গুলিসহ থ্রি-নট-থ্রি রাইফেলটি। মাটির নিচে থাকায় মরিচা ধরে রাইফেল ও গুলিগুলো নষ্ট হয়ে গেছে। মুক্তিযুদ্ধের সময় এটি ব্যবহৃত হয়ে থাকতে পারে।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাইফেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে তিনি জানান।