নাটোরে ৮০ হাজার ডলারসহ গ্রেপ্তার ২

নাটোরে বাসে তল্লাশি চালিয়ে ৮০ হাজার ডলারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে; যারা ভারত থেকে ডলার এনে দেশে বেচতেন বলে পুলিশ জানিয়েছে।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2020, 11:05 AM
Updated : 3 Jan 2020, 11:05 AM

জেলার পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে তাদের আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে।

তারা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার আলমপুর গ্রামের ফরিদ আহমেদের ছেলে রাসেল হোসেন (২৭) ও একই এলাকার তোতা মিয়ার ছেলে মাইনুদ্দিন (২৮)।

তারা ঢাকায় থাকতেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে জেলা শহরের বন বেলঘরিয়া বাইপাসে বাসে তল্লাশি করলে তাদের জুতার তলায় আটকে রাখা ৮০ হাজার ইউএস ডলার মেলে।

“তারা ভারত থেকে আসছিলেন। তারা ভারত থেকে অবৈধ পথে কম দামে ডলার কিনে দেশে এনে অবৈধভাবে চড়া দামে বিক্রি করেন।”

তাদের প্রত্যেক জুতার তলায় ২০ হাজার করে ডলার ছিলে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি সৈকত হাসান।

তিনি বলেন, শুক্রবার তাদের নাটোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। আদালতের আদেশে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।