দিনাজপুরে ২২টি কঙ্কাল চুরি

দিনাজপুরের একটি কবরস্থান থেকে অন্তত ২২টি কঙ্কাল চুরি হয়েছে। এতে স্বজনরা মনোবেদনায় ভুগছেন বলে এলাকাবাসী জানিয়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2020, 10:12 AM
Updated : 1 Jan 2020, 11:38 AM

সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের উত্তর শিবপুর কবরস্থান থেকে এই কঙ্কাল চুরি হয়েছে বলে শিবপুর গ্রামের বাসিন্দা মোজাম্মেল হোসেন, আব্দুল আলিম, ফেরাজ আলী ও ফজলু মিয়াসহসহ অনেকে জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তারা বলেন, সোমবার চারটি কবরের বেড়া খোলা ও কবরের মাটি সরানো দেখে গ্রামবাসী কঙ্কাল চুরি ঘটনা জানতে পারেন।

স্বজনদের কঙ্কাল চুরির ঘটনায় এলাকাবাসী মনোবেদনায় ভুগছেন। আরও চুরির আশঙ্কায় উদ্বেগ-উৎকণ্ঠায় আছেন বলে তারা জানান।

তারা বলেন, সোমবার ঘটনা জানার পর গ্রামবাসী খুঁজতে গিয়ে ২২টি কবরে কঙ্কালের অস্তিত্ব পায়নি, যাদের এক গত বছরের মধ্যে কবর দেওয়া হয়েছে। এক থেকে দেড় মাসের মধ্যে এসব কঙ্কাল চরি হয়েছে বলে তাদের ধারণা।

তারা শিগগির চোর ধরে কঙ্কাল চুরি প্রতিরোধের দাবি জানিয়েছেন।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার সব রকম চেষ্টা চলছে।